কারিগরী সমাধানে দুর্ঘটনা অনেক কমে এসেছে

সড়কে কারিগরী সমাধানের কারণে দুর্ঘটনা অনেক কমে এসেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সড়কে কারিগরী সমাধানের কারণে দুর্ঘটনা অনেক কমে এসেছে। এজন্য একনেকে ১৪৪টি স্পট নির্ধারণ করে ১৬৫ কোটি টাকার একটি প্রজেক্ট গত সপ্তাহে অনুমোদিত হয়েছে। এরই মধ্যে আমি অনেকগুলো স্পট পরিদর্শন করেছি।’

মঙ্গলবার দুপুরে নাটোর থেকে ঢাকায় ফেরার পথে গাজীপুরের মৌচাক এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

নাটোরে দুর্ঘটনার কার‌ণ সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দুর্ঘটনার কারণ জানতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারপরও স্থানীয়ভাবে প্রাপ্ত রিপোর্টে মনে হয়েছে, বেপরোয়া গাড়ি চালানো এবং ওভারটেকিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

দুর্ঘটনা রোধের আন্দোলন সরকার শুরু করেছে দাবি করে মন্ত্রী বলেন, ‘নিরাপদ সড়কের জন্য যে আন্দোলন, সেটি আমরা শুরু করেছি। দুর্ঘটনা ও যানজটের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।’

এ আন্দোলনে অংশগ্রহণ করতে তরুন সমাজকে তিনি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘জনগনের চাপের মুখে যেসব গতিরোধক নির্মাণ করা হয়, সেজন্যও সড়ক দুর্ঘটনা ঘটে। তাই সারাদেশে এসব গতিরোধক অর্ধেকে নামিয়ে আনার জন্য কাজ চলছে।’

এ সময় তার সঙ্গে ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রকৌশলী আফতাব উদ্দিন আহম্মেদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হকসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই