কামারুজ্জামানের সঙ্গে দেখা করলেন স্ত্রীসহ ৮ সদস্য

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় কারাগারে করলেন পরিবারের সদস্যরা।

শনিবার ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা ৩৫ মিনিটে তার স্ত্রীসহ পরিবারের আট সদস্য কারাগারে যান। কামারুজ্জমানের স্ত্রী নুরুন্নাহার, ছেলের বউ শামীম আরা, মেয়ে আছিয়া নূর, তিন ভাতিজী রোকসানা জেবিন, শাহানা জেবিন ও আফরোজা পারভীন, ভাগ্নে সানোয়ার এবং শ্যালক আবুল কালাম সাক্ষাৎ করতে কারাগারে গেছেন।

গত ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় কামারুজ্জামানের পাঁচ আইনজীবী তার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান। ২৮ জানুয়ারি কামারুজ্জামানের সঙ্গে তার পরিবারের সদস্যরাে একবার সাক্ষাৎ করেছেন। ২৮ ফেব্রুয়ারি তারা আবার দেখা করতে আবেদন করলে অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে এ রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

তারও আগে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।



মন্তব্য চালু নেই