কাবা ঘর বর্ধিতকরণের কাজ শুরু

মক্কায় কাবা ঘর বর্ধিতকরণের কাজ শুরু হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো কাবা ঘর বর্ধিত করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে আসা হাজির সংখ্যা প্রতিবছরই বাড়ে। অতিরিক্ত হাজিদের জায়গার সংকুলান করতেই সৌদি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি রবিবার এ খবর দিয়েছে। সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদি রবিবার এ সংক্রান্ত পাঁচটি প্রকল্পের কাজ উদ্বোধন করেন।

খবরে বলা হয়েছে, বর্ধিতকরণের কাজ শেষ হলে কাবা ঘরে একসঙ্গে ৩০ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবেন।



মন্তব্য চালু নেই