কাফনের কাপড় পরে রাস্তায় ‘বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট’

কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছেন ‘বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট’। উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র বাংলাদেশে প্রদর্শন বন্ধের দাবিতে ২১ জানুয়ারি, বুধবার প্রায় দুপুর ২টার দিকে বিএফডিসি চত্বর থেকে কাফনের কাপড় পরে প্রেসক্লাবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এ সংগঠনের নেতাকর্মিরা। এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।
২০ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে বিএফডিসি চত্বরে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট এক সংবাদ সম্মেলনে দেশীয় চলচ্চিত্রের সব ধরনের কাজ বন্ধ রাখার আহ্বান জানান। তাদের দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি, শুক্রবার থেকে রাজধানীর মাল্টিপ্লেক্সসহ ৫০-৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ওয়ান্টেড সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের পরিচালক প্রভুদেবা। সিনেমাটি আমদানি করেছে আমদানিকারক প্রতিষ্ঠান ইনউইন এন্টারপ্রাইজ। এ সিনেমা ছাড়াও আরো তিনটি সিনেমা সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় আছে। এগুলো হলো- থ্রি ইডিয়টস, তারে জমিন পার ও ধুম থ্রি।



মন্তব্য চালু নেই