কাপড় ইস্ত্রি করবে রোবট!

এখন থেকে কাপড় চোপড় ইস্ত্রি করা নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না। প্রযুক্তির কল্যাণে ওয়াশিং মেশিনের হাত ধরে এবার কাপড় ইস্ত্রি আর ভাঁজ করবে রোবট।

এমন রোবট আবিষ্কার করা হয়েছে। এর উদ্ভাবকরা বলছেন, এক আদেশেই ভাঁজ হয়ে যাবে আপনার পোশাক। শুধু তাই নয় হয়ে যাবে ইস্ত্রিও। এ যেনো জাদুর কারিগর! এই রোবটটি দেখতে অনেকটা চার কোণা বাক্সের মতো। রোবটটির নাম ‘ফোল্ডি ফ্রেন্ড’।

রোবটটির নির্মাতা জানান যে, ফোল্ডিং ফ্রেন্ড মেশিনটি কাপড় ভাঁজ করতে দক্ষ। মেশিনটির দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ,প্রস্থ ২৮ ইঞ্চি এবং ওজন সাড়ে ২৯ কেজি।এই রোবটটিকে বাড়ির যেকোনো স্থানে রাখা যাবে।

বিশেষ কিছু সুইচ রয়েছে ফোল্ডি ফ্রেন্ডে ৷ যেভাবে আপনি পোশাক ভাঁজ করতে চান সেভাবেই ভাঁজ করে দেবে রোবটটি ৷ কাপড়ের ধরন, ফুল হাতা না কি নাকি হাফ হাতা তাও শনাক্ত করতে পারবে রোবটটি।

২০১৭ সালের মধ্যেই ক্রেতাদের হাতে রোবটটি তুলে দিতে পারবেন বলে আশা করছেন নির্মাতা প্রতিষ্ঠানটি।



মন্তব্য চালু নেই