কান ধরে শোবিজ তারকাদের প্রতিবাদ

নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষককে গণধোলাই ও পরে সংসদ সদস্যের নির্দেশে কান ধরে উঠবসের ন্যাক্কারজনক ঘটনায় দেশব্যাপী তুমুল সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে শোবিজ অঙ্গনের অনেক তারকা কান ধরে এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই লিখছেন, ‘স্যরি শ্যামলকান্তি স্যার’, ‘ক্ষমা করবেন শ্যামলকান্তি স্যার’। আবার কেউ নিজেদের কানে ধরা ছবি ফেসবুকে প্রকাশ করছেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানাচ্ছেন। শোবিজ তারকাদের কেউ কেউ নিজেদের প্রোফাইল ছবি বদলে সেখানে কানে ধরা ছবি যুক্ত করছেন।

অভিনেতা ইরেশ যাকের, ফেসবুকের প্রোফাইল ছবি বদলে সেখানে নিজের কান ধরা একটি ছবি প্রকাশ করেছেন। অন্যদিকে একইভাবে অভিনেতা রওনক, রামিজ, সাংবাদিক ইকবাল হোসাইন চৌধুরী, নাট্যকার গোলাম রাব্বানীসহ অনেকেই নিজেদের কানে ধরা ছবি ফেসবুকে প্রকাশ করেছেন।

এদিকে কান ধরে বিভিন্ন স্কুল-কলেজের সামনে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাচ্ছেন। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার সৃষ্টি করেছে। সোমবার এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার এ ঘটনাকে শাস্তিযোগ্য অপরাধ বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, ‘শিক্ষককে কান ধরে উঠবস করার ঘটনাটি পেনাল কোড (দণ্ডবিধি) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা শাস্তিযোগ্য অপরাধ করেছেন।’

জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই