কান্নায় বিরক্ত হয়ে ইন্টারনেটে সন্তানকে বিক্রির বিজ্ঞাপন!

আপন সন্তানের কান্নায় চরম বিরক্ত শিশুটির আপন বাবা-মা! আর তাই ওয়েবসাইটে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে ওই শিশুপুত্রকে ৪৩০ মার্কিন ডলারের বিনিময়ে বিক্রির আগ্রহ প্রকাশ করেছে তাঁরা।

আর ঘটনাটি ঘটেছে ব্রাজিলের মধ্য গোইয়াস রাজ্যের। বিক্রির উদ্দেশ্যে বিজ্ঞাপনটিতে ক্ষুদে শিশুটির নীল জামা পরা একটা ছবিও ওএলএক্স ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আর ছবিটির নীচে ক্যাপশনে অনুযোগ, শিশুটির কান্নায় ঘুমে ব্যাঘাত ঘটে। আর তাই তারা বিক্রি করে দিতে চান শিশুটিকে!

গত মঙ্গলবার ওই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ। বিজ্ঞাপনের পিছনে কার হাত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চাইল্ড প্রোটেকশন অফিসার মার্সেলা ওরসাই।

তিনি জানান, ওয়েবসাইটে দেওয়া বাড়ির ঠিকানা বা ফোন নম্বরের কোনও অস্তিত্ব নেই। তবে তাঁদের অনুমান, শিশুটির বাবা-মা ক্যাম্পোস এলিসেয়স এলাকার বাসিন্দা।

চাঞ্চল্যকর এই বিজ্ঞাপনটি অবশ্য ইতিমধ্যেই ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও গোটা বিষয়ে নিজেদের দায় অস্বীকার করে ওয়েবসাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, উপভোক্তা ও বিজ্ঞাপনদাতার মধ্যে তাদের কোনও সম্পর্ক নেই।



মন্তব্য চালু নেই