কানাডায় ১৪ হাজার বছর আগের গ্রাম আবিষ্কার

কানাডার বৃটিশ কলম্বিয়ায় ১৪ হাজার বছর আগের গ্রাম আবিষ্কার করেছেন প্রত্নবিদরা। ভিক্টোরিয়া থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ত্রিকুয়েট আইল্যান্ড নামক দ্বীপে খননকালে আলিশা বিলুপ্ত এই গ্রামের সন্ধান পান তারা। যা পৃথিবীর অন্যতম পুরনো আবিষ্কার।

বিশেষজ্ঞরা মনে করেন, এটির বয়স মিসরের পিরামিডের চেয়েও অধিক বেশি। প্রাচীন উপকূলীয় গ্রামে এখন পর্যন্ত আবিষ্কার করা হয়েছে জ্বালানি যন্ত্রপাতি, মাছ ধরা বড়শি ইত্যাদি। যা প্রাচীন এবং বরফযুগের সাক্ষ্য এবং উত্তর আমেরিকায় সভ্যতার সূচনা বহন করছে।

খনন কাজের সঙ্গে যুক্ত ইউনিভার্সিটি অব ভিক্টোরিয়ার নৃতত্ববিষয়ক পিএইচডির ছাত্র ও হাকাই ইনস্টিটিউটের গবেষক আলিশা গৌভরিউ বলেন, এই এ আবিষ্কারের মধ্য দিয়ে বেরিয়ে আসবে আদিবাসীদের বসতি এবং সভ্যতার বিকাশ। পাথর খনন কাজ এখনো শেষ হয়নি। পুরোটা শেষ হলে আরো পাওয়া যাবে প্রথম নেশনের অনেক তথ্য ও ইতিহাস।



মন্তব্য চালু নেই