কানাডায় বিমান দুর্ঘটনায় আহত ২৫

কানাডায় একটি যাত্রীবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে পড়লে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে । শনিবার রাতে নোভা স্কোটিয়া প্রদেশের হ্যালিফ্যাক্স বিমানবন্দরে অবতরণ করার সময় এটি দুর্ঘটনায় পড়ে বলে জানা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, ঘটনার সময় ওই অঞ্চলে তুষারপাত হচ্ছিল এবং হ্যালিফ্যাক্স বিমানবন্দরটিতে বিদ্যুৎ ছিল না। ফলে অন্ধকারের মধ্যে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার কানাডার ৬২৪ নম্বর ফ্লাইটটি। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এ দুর্ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারো অবস্থাই তেমন গুরুতর নয়।

শনিবার রাত নয়টার দিকে ১৩৩ জন যাত্রী এবং পাঁচ জন ক্রু নিয়ে বিমানটি টরেন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। পরে স্থানীয় সময় রাত ১টার দিকে এটি যখন অন্ধকারের মধ্যে হ্যালিফ্যাক্স বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল ঠিক তখনই দুর্ঘটনাটি ঘটে।



মন্তব্য চালু নেই