কাতারে কর্মস্থলে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মাইজার এলাকায় কর্মস্থল থেকে এক বাংলাদেশির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মো. নুরুজ্জামান (২৪)। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে। তিনি সৌদি আরব প্রবাসী মো. নুরুল কবিরের ছেলে।

শুক্রবার (২৪ মার্চ) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। তিনি কাতারে একটি কোম্পানিতে চার বছর কর্মরত ছিলেন।

কাতার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দোহা হামাদ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

নিহতের মামা জানান, দুইমাস আগে দেশ থেকে বিয়ে করে ছুটি কাটিয়ে কাতারে ফিরে আসেন নুরুজ্জামান। কী কারণে এ ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেননি। তবে তিনি ধারণা করছেন তার ভাগ্নে আত্মহত্যা করেছেন। মামার ধারণা, বউয়ের সঙ্গে ফোনালাপে কোনো কিছু ঘটতে পারে।

কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান, সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।



মন্তব্য চালু নেই