কাজী জাফরের অবস্থা গুরুতর, আইসিউতে ভর্তি

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ অসুস্থ হয়ে গত মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুরের দিকে তার অবস্থা গুরুতর হলে পরে তাকে আইসিউতে ভর্তি করা হয়।

মঙ্গলবার খুলনা সফরের সময় তিনি বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কোমরে আঘাত পান। এর পরপরই তাকে দ্রুত ঢাকায় নিয়ে এসে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে প্রফেসর ডা. মমিনুজ্জামান, প্রফেসর ডা. সৈয়দ সাইদ আহমদ ও প্রফেসর ডা. একেএম শহিদুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

এদিকে গুরুতর অসুস্থ কাজী জফরকে দেখতে রাত পৌনে ৮টার দিকে ইউনাইটেড হাসপাতালে যান বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদ।

এর আগেও হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই কাজী জাফরকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।



মন্তব্য চালু নেই