কাজীপুরে সহকারী প্রিসাইডিং অফিসারকে কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের আফানিয়া কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় হাতেনাতে আটক করে সহকারী প্রিসাইডিং অফিসারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, কাজীপুর উপজেলার আফানিয়া কেন্দ্রে জালভোট দেয়ার সময় সহকারী প্রিসাইডিং অফিসারকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। বেলুকচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফুল হাসান হাতেনাতে আটক করার পর তাকে এ দণ্ড দেন।

এদিকে, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝাউপাড়া কেন্দ্রে ভোট চলাকালে এজেন্টকে বের করে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে হামলা চালিয়ে ৩টি ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

খুকনী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই ভালোভাবে ভোটগ্রহণ চলছিল। হটাৎ একদল সন্ত্রাসী ভোটকেন্দ্রে এসে হামলা চালায়। এসময় তারা ৩টি ব্যালট বাক্স ভাঙচুর করে। পরে পুলিশ ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ৩০ মিনিট বন্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হলে পুনরায় ভোটগ্রহণ শুরু করা হয়।



মন্তব্য চালু নেই