কসবায় ২ পক্ষের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষে জয়নাল আবেদিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল শিমরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে। সে স্থানীয় শিমরাইল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ছাগলে পাটক্ষেত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিমরাইল গ্রামের ধনু মিয়ার ছেলে জয়নাল আবেদিনের সঙ্গে প্রতিবেশী নজু মিয়ার ছেলে তৌফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষে লোকজন উপস্থিত হলে তাদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে জয়নাল গুরুতর আহত হলে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে গুরুতর আহত তৌফিকুল ইসলামকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত বাকিদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



মন্তব্য চালু নেই