কলারোয়া সীমান্তে ৭ কেজি সোনা আটক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৭ কেজি সোনা উদ্ধার করেছে। শুক্রবার বেলা ১ টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা গ্রামের জনৈক জহিরুল ইসলামের বাড়ি থেকে এ সোনা আটক করা হয়।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। কাকডাঙ্গা বিওপি’র নায়েক সুবেদার কামাল হোসেন জানান, গোপন সংবাদে জানা যায়, ভারতে পাচারের জন্য বড় একটি সোনার চালান কাকডাঙ্গা এলাকায় নিয়ে এসেছে চোরাকারবারিরা।

ওই সংবাদটি নিশ্চিত হওয়ার পর কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের জহিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। তার বসতঘর তল্লাসী করে একটি ব্যাগে ভর্তি ৭ কেজি সোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ৩ কোটি টাকা। সাতক্ষীরা ৩৮, বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহম্মেদ বকশী সোনা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই