কলারোয়া সীমান্তে ১২ লাখ টাকার শাড়ি ও চাদর উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও শাল-চাদর উদ্ধার করেছে। উদ্ধারের ঘটনা ঘটে সোমবার রাতে সীমান্তবর্তী ভাদিয়ালি গ্রামে। তবে উদ্ধারের কোনো ঘটনায় আটক হয়নি কেউ।
কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার কামাল হোসেন মঙ্গলবার জানান, হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে সোমবার রাতে বিজিবি সদস্যরা দু’দফা অভিযানে ভাদিয়ালি গ্রামের ‘রাজ্জাকের মোড়’ ও একই গ্রামের একটি মাঠের মধ্য থেকে সর্বমোট ২৭০ পিস শাড়ি ও ৩২ পিস শাল-চাদর উদ্ধার করে।
এগুলোর আনুমানিক মোট মূল্য ১১ লাখ ৬০ হাজার টাকা।



মন্তব্য চালু নেই