কলারোয়ার (সাতক্ষীরা) কিছু সংবাদ

কলারোয়া সীমান্তে ভারতীয় বাইসাইকেল ও শাড়ি উদ্ধার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে কাকডাঙ্গা বিওপি’র সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের শাড়ি ও বাইসাইকেল উদ্ধার করেছে। কাকডাঙ্গা বিওপি’র সুবেদার শেখ ফয়েজ উদ্দিন সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা শনিবার সকাল ১০ টার দিকে সীমান্তবর্তী বালিয়াডাঙ্গার পাকা রাস্তার ওপর থেকে ভারতীয় ৪০ পিস শাড়ি উদ্ধার করেন। এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ টাকা। এর আগে একই বিওপি’র হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে বিজিবি সদস্যরা শনিবার ভোরে সীমান্তবর্তী কেঁড়াগাছি গ্রাম থেকে ভারতীয় ১০ টি নতুন বাইসাইকেল উদ্ধার করেন। উদ্ধারকৃত বাইসাইকেলের আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত পণ্যের সর্বমোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার টাকা।
কলারোয়ার জয়নগরে ১৩৪ জনের মাঝে ভিজিডি’র চাল বিতরণ
সাতক্ষীরার কলারোয়ার জয়নগর ইউনিয়ন পরিষদে শনিবার সকালে ভিজিডি’র আওতায় নতুন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরের ১৩৪ জন নতুন কার্ডধারীদের মাঝে মাথাপিছু ২৫ কেজি ৭০৯ গ্রাম করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ ফিরোজ আহম্মেদ, ইউপি সদস্য মনিরুজ্জামান, জয়দেব কুমার সাহা, আব্দুল ওহাব মালি, রওশন আলি, মাহবুব হোসেন, তানজিলা খাতুন, সাবিনা খাতুন, ইউপি সচিব আসাদুল ফারুক প্রমুখ।
কলারোয়ার চন্দনপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নির্বাচন সম্পন্ন।। শাহাজাহান আলি ইউনিয়ন কমান্ডার নির্বাচিত
সাতক্ষীরার কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নির্বাচন শনিবার বিকেলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৫ সদস্যবিশিষ্ট ইউনিয়ন কমান্ডের মধ্যে কেবলমাত্র কমান্ডার পদে সরাসরি ভোট গ্রহণ করা হয়। জানা গেছে, চন্দনপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে কমান্ডার পদে কলস প্রতীেেকর শাহাজাহান আলি ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছাতা প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন ১০ ভোট। নির্বাচনে ২৬ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৩ জন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন: ডেপুটি কমান্ডার খাদেমুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে সিরাজুল ইসলাম, ইমাম আলি ও নূর হোসেন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ’র কমান্ডার গোলাম মোস্তফা, ডেপুটি কমান্ডার আবুল হোসেন, সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলি ও মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস। এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন অন্যতম কমান্ডার আব্দুল গফ্ফার, চন্দনপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক হাসান মাসুদ পলাশ, কৃষক লীগ নেতা ডা: এমএ মাসুদ রানা প্রমুখ।



মন্তব্য চালু নেই