কলারোয়া সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি ও বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেল ৪টা থেকে ৪৫মিনিট ব্যাপি ওই বৈঠকটি উপজেলার চান্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া সীমান্তের ১৭/৪এস পিলারের সন্নিকটে অনুষ্ঠিত হয়।

বৈঠকে সাতক্ষীরা ৩৮, বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.আরমান হোসেন পিএসসির নেতৃত্বে চান্দুড়িয়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেম, মাদরা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আ.রবসহ অন্যরা বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন।
অপরদিকে, ভারতের উত্তর ২৪পরগণা জেলার ৭৩ বিএসএফের এসি বিষ্ণু সিং এর নেতৃত্বে গোবরা বিএসএফ ক্যাম্পের কমান্ডার ওপি সিংসহ অন্যরা বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন।

বৈঠকে অবৈধভাবে যাতে কেউ ভারত ও বাংলাদেশ উভয় দেশে অনুপ্রবেশ না করতে পারে সে বিষয়ে আলোচনা হয়।
গত মঙ্গলবার ভোরে গোয়ালপাড়া সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিকে মারপিটের ঘটনায় দূ:খ প্রকাশ করে বিএসএফ।



মন্তব্য চালু নেই