কলারোয়া (সাতক্ষীরা) সংবাদ (২০/৮/১৪)

## মুষলধারে বৃষ্টিতে স্থবির কলারোয়ার জনজীবন:
কলারোয়া অফিস ॥ মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে কলারোয়ার জনজীবন। মঙ্গলবার দুপুর থেকে অবিরাম বৃষ্টি আর মেঘের গর্জণে রীতিমত ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন অনেকে। দেশের বিভিন্ন জেলায় বন্যার খবরে যখন সাধারণ মানুষ উদগ্রীব ঠিক তখন অবিরাম বর্ষণে আকাশ বন্যার শংকায় অনেকে শংকিত। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত টানা বৃষ্টি অব্যাহত ছিল। এর আগে সোমবার রাতের বৃষ্টি যোগ হওয়ায় অনেক ফসলী জমি, খেলার মাঠ ও বিভিন্ন জলাশয়ে অতিরিক্ত পানি জমে গিয়েছে। উপজেলার কিছু কিছু নিচু বাড়ির আঙিনায় পানি জমে গিয়েছে। সাধারণ মানুষেরা বাইরে বের হতে হিমশিম খাচ্ছে। স্বাভাবিক জনজীবন যেমন বিপর্যস্ত হয়ে পড়েছে ঠিক তেমনি গত কয়েক দিনের গরমে বিপর্যস্ত মানুষও কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে।

## কলারোয়ায় পানিতে ডুবে যুবলীগ নেতা আবু মুছার মৃত্যু ॥ দাফন সম্পন্ন:
কলারোয়া অফিস ॥ কলারোয়ায় পানিতে ডুবে মারা যাওয়া যুবলীগ নেতা আবু মুছার দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের বড়ালি গ্রামের নিজ বাড়ির আঙিনায় জানাজা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোমবার বেলা ৩টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যেয়ে পানিতে ডুবে মারা যান যুবলীগ নেতা আবু মুছা (৩২)। তিনি বড়ালি গ্রামের মরহুম মাস্টার আব্দুল জব্বারের ছেলে। মৃত্যুকালে তিনি মা, ২ ভাই, ৫ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দাফন পরবর্তী দোয়া অনুষ্ঠানে শরিক হন স্থানীয় সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সরদার মুজিব, জেলা আ’লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এ্সএম শহিদুল ইসলাম, আ’লীগ নেতা সভাপতি জিএম মিজানুর রহমান, মনিরুল ইসলাম, ইউপি সদস্য ডা. রেজাউল করিম রেজা, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ বিশ্বাস, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলি, যুবলীগ নেতা আব্দুল মোমিন, আলমগীর আজাদ, আবুল কালাম, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, জুলফিকার আলি প্রমুখ। জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম।

## কলারোয়ার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত:
কলারোয়া অফিস ॥ কলারোয়ার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলার গোপিনাথপুর বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড.মুস্তফা লুৎফুল্লাহ। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র গাজী আক্তারুল ইসলাম, খুলনা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মনিরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন, ওয়ার্কার্সপার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা মাস্টার আ.রউফ, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আবুল কাশেম, আ’লীগ নেতা আজিজুর রহমান, শহিদুল ইসলাম প্রমুখ। কলারোয়া থানা পুকুরে ২০কেজি, হাসপাতাল পুকুরে ২০কেজি, উপজেলা পরিষদের দুটি পুকুরে ৪০কেজি, ধানদিয়া আশ্রায়ন প্রকল্পের পুকুরে ৪০কেজি, কেরালকাতা আশ্রয়ন পুকুরে ২০কেজি, বোয়ালিয়া মসজিদ পুকুরে ১৫কেজি, মুরারীকাটি বিলে ১৯৫কেজি, গোপিনাথপুর বিলে ১০০কেজি, রুদ্রপুর বিলে ১০০কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় বলে জানা গেছে।

## কলারোয়ায় সাড়ে ১৩লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড় উদ্ধার:
কলারোয়া অফিস ॥ কলারোয়ায় সাড়ে ১৩লাখ টাকার ভারতীয় শাড়ি কাপড় উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভাধীন ঝিকরা এলাকা থেকে এগুলো উদ্ধার হয়। জানা গেছে, সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কলারোয়ার বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার ফিরোজ আহম্মেদের নেতৃত্বে বিজিবি সদস্যরা অবৈধপথে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় গুলো আটক করে। যার আনুমানিক মূল্য ১৩লাখ ৪৪হাজার টাকা। তবে এসময় কাউকে বিজিবি আটক করতে পারেনি।

## কলারোয়ায় এ্যানাগ্রা ও মদ উদ্ধার:
কলারোয়া অফিস ॥ কলারোয়া সীমান্তে এ্যানাগ্রা ট্যাবলেট ও মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সকালে মাদরা বিওপির বিজিবি সদস্যরা রামকৃষ্ণপুর গ্রাম থেকে ১হাজার পিস এ্যানাগ্রা ট্যাবলেট ও ২৭ বোতল মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার ৫শ’ টাকা। তবে এসময় কেউ আটক হয়নি।

## কলারোয়ায় গালর্স হাইস্কুলের শিক্ষকদের সাথে এমপির মতবিনিমিয়:
কলারোয়া অফিস ॥ কলারোয়া গালর্স হাইস্কুল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে স্কুলে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবেদা খাতুন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, স্কুলের সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, ওয়ার্কার্সপার্টির সম্পাদক মুক্তিযোদ্ধা মাস্টার আ.রউফ, এড.আলী হোসেন, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, মনিরুজ্জামান, আজহারুল ইসলাম, উত্তম কুমার, জামিলা খান, ওহিদুজ্জামান, ফজলুল হক, বুলবুল কবির, পার্বতী পাল, ফজর আলী, ইব্রাহিম হোসেন প্রমুখ।

## কলারোয়ায় ইঞ্জিন ভ্যান চুরির অভিযোগে ৩যুবক আটক:
কলারোয়া অফিস ॥ কলারোয়ায় ইঞ্জিন ভ্যান চুরির অভিযোগে ৩ যুবককে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলো- গোপিনাথপুর গ্রামের ঝন্টু গাজির ছেলে রিপন গাজি (২৫), মুরারীকাটি গ্রামের সিরাজুল শেখের ছেলে শিমুল শেখ (৩০) ও আজিতের ছেলে সাদ্দাম (২৩)। থানা সূত্র জানায়, সোমবার রাতে থানার এসআই বুলবুল আহম্মেদ মুরারীকাটি মোড় থেকে ইঞ্জিন ভ্যান চুরির অভিযোগে তাদেরকে আটক করে। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা (নং-২১, তাং-১৮/৮/১৪) হয়েছে বলে জানা গেছে।

কলারোয়ায় আজু হত্যা মামলায় সন্দেহভাজন এক ব্যক্তি আটক
আরিফ মাহমুদ, কলারোয়া অফিস ॥
কলারোয়ায় সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। পৌরসভাধীন গোপিনাথপুর এলাকার আ’লীগ নেতা আজহারুল ইসলাম আজু হত্যা মামলায় (নং-১১) তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে বলে জানা প্রাথমিক ভাবে জানা গেছে। থানা সূত্র জানায়, সোমবার রাতে থানা পুলিশের একটি দল উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে ওই গ্রামের রহমতুল্যাহ গাজীর ছেলে আ.রহিম ডাবলুকে আটক করে।

## অবৈধ অনুপ্রবেশের দায়ে কলারোয়া সীমান্তে ৪ ব্যক্তি আটক:
কলারোয়া অফিস ॥ অবৈধ অনুপ্রবেশের দায়ে কলারোয়া সীমান্তে নারীসহ ৪ব্যক্তিকে বিজিবি আটক করেছে। এ ব্যাপারে কলারোয়া থানায় পাসপোর্ট আইনে মামলা (নং-২০, তাং-১৮/৮/১৪) হয়েছে। আটককৃতরা হলো- যশোর জেলার মনিরামপুরের সেলিম সরদার (৩০), তার স্ত্রী সালমা খাতুন (১৮), কলারোয়ার তালুন্দিয়া গ্রামের আ.জব্বারের ছেলে আ.সামাদ (৩৬) ও খুলনা জেলার ডুমুরিয়ার মান্দা গ্রামের সুনিল ঢালীর ছেলে শৈলেন ঢালী (৫০)।

## গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় ‘ঘ’ জোনে সোনাবাড়িয়া হাইস্কুল চ্যাম্পিয়ন
কলারোয়া অফিস ॥ গ্রীষ্মকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতায় কলারোয়ার সোনাবাড়িয়া “ঘ’ সাব জোনে সোনাবাড়িয়া হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনাবাড়িয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল খেলায় টাইব্রেকারে সোনাবাড়িয়া ৫-৪ গোলে চান্দুড়িয়া কেসিজি হাইস্কুলকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। ম্যাচ পরিচালনা রেফারি মোশারফ হোসেন। সহযোগিতায় ছিলেন বাবু স্বপন কুমার চৌধুরী। পরে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া হাইস্কুলের সভাপতি জিএম মিজানুর রহমান, বাবু সুপ্রসাদ চৌধুরী, সহ.প্রধান শিক্ষক জিয়ারুল হক, গোলাম সাকলায়েন মিঠু, আ.রহিম প্রমুখ।



মন্তব্য চালু নেই