কলারোয়া (সাতক্ষীরা) সংবাদ (২৫/৭/১৪)

## কলারোয়া সীমান্তে বিভিন্ন পণ্য উদ্ধার
কলারোয়া সীমান্তে ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, বৃহষ্পতিবার ভোরে মাদরা বিওপির বিজিবি সদস্যরা ভাদিয়ালি থেকে ইমিটেশন গহনা, থ্রিপিস ও বেবি প্যান্ট-শার্ট এবং হিজলদি বিওপির বিজিবি সদস্যরা হিজলদির তালসারি এলাকা থেকে ১ হাজার পিস এ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১লাখ ৫৫ হাজার টাকা। তবে এসময় কেউ আটক হয়নি।

## কলারোয়ায় পানিতে ডুবে সাংবাদিকের ভাইয়ের মৃত্যু
কলারোয়া প্রেসক্লাবের সভাপতির খালাতো ভাই পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমানের খালাতো ভাই উপজেলা তৈলকূপি গ্রামের গ্রামের মৃত আ.খাঁর পুত্র কওছার আলি (৭০) বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ডুবে মারা যান। তিনি মৃগীর রোগী ছিলেন বলে পারিবারিক সূত্র জানায়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪কন্য, ২পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর নামাজে জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

## কলারোয়ায় বিএনপি নেতা রইছউদ্দীনের মাতা নিছারুন বিবি আর নেই
কলারোয়া উপজেলা বিএনপির সহ.সভাপতি ও শেখ আমানুল্লাহ কলেজের প্রাক্তন অধ্যক্ষ রইছ উদ্দীনের মাতা নিছারুন বিবি (৮৯) আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার বাটরা গ্রামের নিজ বাড়িতে বাধ্যক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাঁটরা মাদরাসা মাঠে মরহুমার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযা নামাজে অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপির জেলা সহ.সভাপতি বজলুল করিম, কলারোয়া পৌর মেয়র গাজী আকতারুল ইসলাম, বিএনপির উপজেলা ভারপ্রাপ্ত সা. সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা শেখ ফারুক আহমেদ মুকুল, আমানউল্লাহ আমান, আখলাকুর রহমান শেলি, গোলাম রসুল, রবিউল ইসলাম, অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, অধ্যক্ষ শহিদুল আলম, অধ্যক্ষ ফারুক হোসেন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রব, কলারোয়া প্রেসক্লাবের সা. সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, অধ্যাপক আবুল খায়ের, আবুল কাশেম, আবুল হোসেন, মাও. ইন্তাজ আলি, এসএম সোলায়মান, কামরুজ্জামান পলাশ, রফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন, আমিরুল ইসলাম, যুবদল সা.সম্পাদক এমএ হাকিম সবুজ, স্বেচ্ছাসেবক দল সভাপতি বাকী বিল্যাহ শাহী, সা.সম্পাদক মাস্টার মনিরজ্জামান, শহিদুল ইসলাম বাবু, মাস্টার সালাহ্ উদ্দীন, স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার, মোজাব্বর মেম্বার, আকবর মেম্বার, শফি মেম্বার, যুবদল নেতা মো: রফিক, লুৎফর রহমান, ডালিম, ছাত্রদল নেতা মামুনসহ বিপিুল সংখ্যক মুসুল্লীগণ। জানাযা নামাজ পরিচালনা করেন উলুডাঙ্গা মাদরাসার সুপার মাও. আবু বকর ছিদ্দীক।

## কলারোয়ায় জেস ফাউন্ডেশনের চেয়ারম্যানের ছোট ভাই আর নেই
কলারোয়ার ছলিমপুর হাজী নাছির উদ্দিন কলেজের প্রতিষ্ঠাতা মরহুম হাজী নাছির উদ্দিনের ছেলে ও জেস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনাম হকের ছোট ভাই সমাজসেবক আবুল কালাম (৫০) আর নেই। বৃহস্পতিবার ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। জানা গেছে, গভীর রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে কলারোয়া হাসপাতালে নেয়া পর ভোরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ছেলেসহ গুণগ্রাহী রেখে গেছেন। যোহরের নামাজের পর ছলিমপুর সরকারি প্রাইমারি স্কুল ময়দানে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

## কলারোয়ায় বিএনপি নেতার মায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন
কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র ও সহ.সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ। সমবেদনা জ্ঞাপনকারীরা হলেন বিএনপির কেন্দ্রীয় সহ.শিক্ষা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জেলা সহ.সভাপতি বজলুল করিম, উপজেলা সভাপতি অধ্যাপক আলহাজ্ব বজলুর রহমান, সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়া, পৌর মেয়র গাজী আকতারুল ইসলাম, পৌর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শেখ কামরুল হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত সা. সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, শেখ ফারুক আহম্মেদ মুকুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, পৌর সা. সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌর সিনিয়র সহ.সভাপতি আখলাকুর রহমান শেলি, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বা”চ্চু, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ইউপি চেয়ারম্যান মাস্টার এসএম শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজহারুল হাসান, সাধারণ সম্পাদক মোস্তফা অহিদুজ্জামান অহিদ, পৌর যুবদলের সভাপতি জাবিদ রায়হান লাকী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমএ হাকিম সবুজ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান রনজু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাধারণ সম্পাদক মাস্টার মনিরুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক আজারুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি প্রভাষক বিএম সিরাজ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজু, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু, পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ বিশ্বাস, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শেখ আমানুল্লাহ কলেজ ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মামুনসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে, অনুরূপ শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সহ সভাপতি সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সদস্য এমএ সাজেদ প্রমুখ।



মন্তব্য চালু নেই