কলারোয়া (সাতক্ষীরা) কিছু খবর

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় এসএমসি’র সভাপতি প্রবীণ আইনজীবী এম.এম ইয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সাবেক সাধারণ সম্পাদক শিশু ল্যাব.নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, এসএমসি সদস্য আমানুর রহমান, মোস্তফা মারুফ মাহমুদ মিলন, সিনিয়র শিক্ষক আনারুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী আহসানুল কবির হুদা, ঈমান আলী, শিক্ষার্থী সোনিয়া, প্রান্ত প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত প্রেসক্লাবের সহ সভাপতি সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, মনিরুল ইসলাম মনি, সমাজসেবক শেখ সাহিদুজ্জামান সাইদ, আলহাজ্ব মিনাজউদ্দীন, শাহমত আলী, শেখ ইমামুল ইসলাম, শহিদুল ইসলাম, লিয়াকত হোসেন, সিদ্দীক, পূর্ণিমা রাণীসহ সকল শিক্ষক ও অভিভাবক মন্ডলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আবুবকর ছিদ্দীক। আলোচনা শেষে বিশেষ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের পিটিএ সভাপতি মাওলানা ইসহক আলী।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদৈর হাতে শিক্ষাপোকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

 

কলারোয়ায় সেকায়েপ প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে উপবৃত্তির টাকা বিতরণ
সাতক্ষীরার কলারোয়ায় সেকায়েপ প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রকল্প’র আইডিধারী যোগ্য শিক্ষার্থীদের মাঝে ২০১৪ সালের (জুলাই-ডিসেম্বর) দ্বিতীয় কিস্তির টাকা প্রদান শুরু হয়েছে।

সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় অগ্রণী ব্যাংক সাতক্ষীরার কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিন উপস্তিত হয়ে শিক্ষার্থীদের মাঝে প্রকল্প’র এ টাকা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে প্রদান করেন। সোমবার এ উপলক্ষে কলারোয়ার মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল, কলারোয়া বেত্রবতী আদর্শ হাইস্কুল, কাজীরহাট গার্লস হাইস্কুল, কেকেইপি হাইস্কুল, মুরারীকাটি দাখিল মাদরাসা ও পুটুনি মাদরাসার শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়। SSC Pic-26

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে যোগ্য শিক্ষার্থীদের মাঝে টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক, সাতক্ষীরার সিনিয়র কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী শেখ জাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সংশি¬ষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া প্রেসক্লাবের সহ সভাপতি সহকারী অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, ডা. আসাদুজ্জামান আসাদ, সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ফজলুর রহমান প্রমুখ। ওই দু’কেন্দ্রে প্রায় ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়।

একইভাবে, অগ্রণী ব্যাংক, সাতক্ষীরার অপর কর্মকর্তা মো: জাকাতুল্লাহ, শিক্ষা অফিসের কর্মকর্তা বাবু সমর দেবনাথ, প্রধান শিক্ষক শামছুল হক, রফিকুল ইসলাম, মোমিনুর রহমান, শহিদুল ইসলামসহ অন্যরা উপবৃত্তির সাড়ে ৪ লক্ষাধিক টাকা বিতরণ করেন।



মন্তব্য চালু নেই