কলারোয়া পৌরসভায় চলমান সাড়ে ৭ কোটি টাকার উন্নয়ন কাজ

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় ২০১৬-১৭ অর্থ বছরে ৭ কোটি ৫০ লাখ টাকার বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিভিন্ন প্রকল্পের মধ্যে ৪ টি প্রডাকশন টিউবওয়েল বসানোর কাজ চলছে। প্রডাকশন টিউবওয়েল বসানো কাজ চলছে কলারোয়া ট্রাক টার্মিনালে ১ টি, উপজেলা পরিষদ মসজিদের পাশে ১ টি, পৌরভবনে ১ টি ও জনস্বার্থ প্রকৌশল অফিসে ১ টি। ওই ৪ টি টিউবওয়েল বসানো ও পাইপ লাইনের কাজ শেষ হলে ২০ কিলোমিটার ব্যাপী পাইপ লাইনের মাধ্যমে পৌরবাসীকে পানি সরবরাহ করা যাবে বলে জানান পৌর মেয়র আকতারুল ইসলাম। এছাড়া তিনি আরো জানান, সম্প্রতি পৌরসদরের মুরারীকাটি মাদ্রাসা থেকে মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুল পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার টাকার পাকা রাস্তার কার্পেটিংয়ের কাজের উদ্বোধন করা হয়েছে। কাজটি এখনও অব্যাহত রয়েছে। এমনকি পৌরসভার অর্থায়নে পৌরসভার দুঃস্থ ও অসহায়দের মাঝে ৫০ পিচ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সব মিলিয়ে কলারোয়া পৌরসভায় উন্নয়নমূুলক কাজ অব্যাহত রয়েছে। বিশেষ করে প্রকল্পের কাজগুলো শেষ হলে পৌরবাসি বিশুদ্ধ পানি পাবে। আর এর মধ্য দিয়ে পৌরবাসীর দীর্ঘ দিনের দাবি বাস্তবে রূপ নেবে বলে আশা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই