কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির যৌথ সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির যৌথ আয়োজনে সকল প্রধান শিক্ষকসহ দুই সমিতির সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা রোববার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা মাসুদা পারভীন ও উপজেলা সমবায় কর্মকর্তা আশরাফ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক নেতা প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দীকি বাবর, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, সহকারী শিক্ষক আসাদুজ্জামান আসাদ, অফিসসহকারী আফজাল হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক মুজিবর রহমান, সহকারী শিক্ষক আব্দুল করিম, শামসুর রহমান লাল্টু, সালাহ্উদ্দীন ফারুক, হুমায়ন কবির মিঠু, সমীর কুমার মিত্রসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় সমিতিকে একতাবদ্ধ ও সুসংগঠিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুকে দুই সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

সভায় কলারোয়া বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য প্রয়াত অফিস সহকারী আব্দুল আলিমের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। উল্লেখ্য, প্রয়াত আব্দুল আলিম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)।

রোববার সকাল সাড়ে ৯টায় মরহুম আব্দুল আলিমের কর্মস্থল কলারোয়া বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব।



মন্তব্য চালু নেই