কলারোয়া উপজেলা পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্ট

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ৩নং কয়লা ইউনিয়ন পরিষদ দল ২-০ গোলে জয়লাভ করেছে। শনিবার বিকেলে কলারোয়া ফুটবল ময়দানে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠিত এ খেলায় কয়লা ইউপি একাদশ মাঠে একচেটিয়া প্রাধান্য বজায় রেখে ২-০ গোলে ৫ নং কেঁড়াগাছি ইউপিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধ্বেই ২টি গোল করে বিজয়ী দল।

দ্বিতীয়ার্ধ্বে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে জয়ী হয়ে কয়লা ইউপি একাদশ কলারোয়া উপজেলা পরিষদ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ক্রীড়ামোদি দর্শক পূর্ণ মাঠে মঞ্চে বসে পুরো খেলাটি উপভোগ করেন প্রধান অতিথি কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

বিশেষ অতিথি কলারোয়া থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান। এ সময় মঞ্চে বসে অন্যান্যের মধ্যে খেলাটি উপভোগ করেন ডা. নাঈম সিদ্দীক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ৩ নং কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ৫নং কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ৬নং সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ক্রীড়া ব্যক্তিত্ব বদরুজ্জামান বিপ্লব, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া থানার এসআই আনোয়ার হোসেন, এসআই রফিকুল ইসলাম, এসআই আব্দুর রাজ্জাক, এএসআই শেখ জাহিদ, ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রহিম বাবু, উপজেলা পূজা উদয়াপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাংবাদিক এমএ সাজেদ, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, প্যানেল চেয়ারম্যান কাজল মেম্বার, ক্রীড়া ব্যক্তিত্ব রমজান আহম্মেদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, মাস্টার সিরাজুল ইসলাম, শেখ মাছুম, মফিজুল ইসলাম লাভলু, মোস্তাফিজুর রহমান, দিলীপ ঘোষ প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন মাসুদ পারভেজ মিলন, মিয়া মোহাম্মদ ফারুক হোসেন স্বপন, মোশাররফ হোসেন। খেলাটির ধারাভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন ও প্রভাষক রফিকুল ইসলাম। একই ভেন্যুতে ফাইনাল খেলায় আগামী মঙ্গলবার বিকেল ৩ টায় শিরোপা জয়ের লড়াইয়ে সোনাবাড়িয়া ও কয়লা ইউপি পরস্পরের মুখোমুখি হবে।



মন্তব্য চালু নেই