কলারোয়া (সাতক্ষীরা) কিছূ খবর :

কলারোয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা

কলারোয়া উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা সোমবার বেলা ১২টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এম এ কালাম, ভুট্টোলাল গাইন, মোয়াজ্জেম হোসেন, স,ম মোরশেদ আলী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ফিরোজ হোসেন, প্রভাষক আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা প্রকৌশলী আবেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোশাররফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, উপজেলা প্রাণি সম্পাদ কর্মকর্তা ডাঃ আঃ রহিম, টিএইচও ডাঃ তৌহিদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কুদরত-ই-খুদা, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আশরাফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার ময়না, বিআরডিবির চেয়ারম্যান আঃ গফুর প্রমুখ।

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
কলারোয়ার বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বেলা সাড়ে ১১ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপত্বি করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. এমএম ইয়ার আলী। ফলাফল ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক মৌলবী আব্দুস সোবহান, স্কুল পরিচালনা কমিটির সদস্য আমানুর রহমান, সমাজসেবক শেখ সহিদুজ্জামান সাইদ, শেখ সাহারুজ্জামান, আরেফিন আরাফাত প্রিন্স, সহকারী শিক্ষক আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ। ফলাফলে মেধাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানধারী শিক্ষার্থীর হাতে উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়া স্কুল ফাস্ট নবম শ্রেণির কৃতি শিক্ষার্থী আরিফুল ইসলামকে বিশিষ ভাবে পুরস্কৃত করা হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করে দশম শ্রেণির ছাত্র আহসানুল কবির হুদা, পবিত্র গীতা থেকে ৭ম শ্রেণির বিপ্রসেন জিসি এবং পবিত্র বাইবেল থেকে ৭ম শেণির ব্লেজ বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মশিউর রহমান

কলারোয়া সীমান্তে ভারতীয় টাকা ও মোবাইল সিমকার্ডসহ এক ব্যক্তি আটক
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভাদিয়ালি কালিবাড়ি নামক স্থানে এক ব্যক্তিকে আটক করেছে। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় একটি ভারতীয় ৫শ’ টাকার নোট, একটি ভারতীয় সিম কার্ডসহ ১২০০ মডেলের নোকিয়া মোবাইল ফোন। মাদরা বিওপি’র সুবেদার শহিদুল ইসলাম জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে ভারত থেকে সীমান্ত নদী সোনাই পেরিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার সময় টহলরত বিজিবি সদস্যরা মিতুল আহমেদ(২৬) নামের ওই ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তি উপজেলার কাজীরহাট এলাকার গোলাম মোস্তফার ছেলে।

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
কলারোয়ার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান কলারোয়া শিশু ল্যাবরেটরী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সকাল সাড়ে ১০ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া প্রবাসী কেঁড়াগাছি ইউপি’র সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টুর অর্থায়নে পরিচালিত ‘আরাফাত-জয়’ বৃত্তি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। একই অনুষ্ঠানে মহান বিজয় দিবস ডিসপ্লেতে অংশ নেয়া স্কুলের ৭ শিক্ষার্থীকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম। বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানে আলোচনা করেন ও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া কলেজের অধ্যক্ষ আবু বক্কার সিদ্দিক, স্কুলের জিবি সদস্য মশিয়ার রহমান, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসকাবের সভাপতি গোলাম রহমান, সহ-সভাপতি অধ্যাপক কেএম আনিছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এমএ হাকিম সবুজ, অধ্যাপক শশাঙ্ক কুমার, অধ্যাপক শেখ জামিল আক্তার, অবসরপ্রাপ্ত ব্যাংকার দ্বীন মোহাম্মদ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দে, আমজাদ হোসেন, শাহ আলম, নার্গিস খানম, নিগার সুলতানা, রুনা লায়লা, আব্দুল্যাহ আল মামুন, সাংবাদিক এমএ সাজেদ, জুলফিকার আলি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

কলারোয়ায় এক গাঁজাসেবীর দুই মাসের করাদন্ড
কলারোয়ায় গাঁজাসেবনকালে সোমবার সকাল ১০টায় এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে বিজ্ঞ বিচারক। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ কুমার তালুকদারের নেতৃত্বে কলারোয়া থানার এসআই হিমেল হোসেন এ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন। ভ্রামমাণ আদালত চলাকালে উপজেলার ব্রজবাকসা বাজার এলাকা থেকে গাঁজাসেবনকালে ফজলুল হক (৪০) নামে এক ব্যক্তি আটক করা হয়। সে ওই গ্রামের মৃত আছির উদ্দিনের পুত্র। গাঁজাসেবনকারী ফজলুল হক নিজে তার দোষ স্বীকার করে নেওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।



মন্তব্য চালু নেই