কলারোয়া (সাতক্ষীরা) কিছু খবর

কলারোয়ায় ১শ’পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ ব্যক্তি গ্রেফতার

গতকাল সকালে কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১শ’পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই হিমেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার কেসমত ইলিশপুর গ্রামের মধ্যে থেকে ওই ২ ব্যক্তিকে গ্রেফতার করে।

পরে তাদের দেহ তল্লাসী চালিয়ে ১শ’পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- যশোরের মনিরামপুর উপজেলার বসতপুর গ্রামের মৃত আনসার আলীর পুত্র শাহ আলম(৪০) ও বড় বেতলা গ্রামের আতিয়ার রহমানের পুত্র জিয়াউর রহমান (৩৭)। গ্রেফতারকৃরা কলারোয়া সীমান্ত থেকে প্রতিনিয়ত ভারতীয় ইয়াবা ট্যাবলেট নিয়ে ব্যবসা করতো বলে পুলিশের কাছে স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মুল্যে ২০হাজার টাকা বলে জানা গেছে।

এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা নং-১৬/১৫ দায়ের হয়েছে।

 

কলারোয়ায় ১৪লাখ টাকার সিনেগ্রা ট্যাবলেট উদ্ধার
কলারোয়ায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১৪লাখ ১৪ হাজার ৪শত টাকা মুল্যের বিভিন্ন মালামাল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১শ’৯০ পিস ফেনসিডিল, ১৮হাজার’৭শ’২০পিস সিনেগ্রা ট্যাবলেট ও ৪টি বাইসাইকেল। গতকাল রোববার সকালে মাদরা বিওপির সূত্রে জানা গেছে, উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের এফএস ফুরকান এর নেতৃত্বে অভিযান চালিয়ে কাকডাঙ্গার পুটিখালী গ্রামের মধ্যে থেকে রাত ৩টার সময় ৭৬ হাজার টাকা মুল্যের ১শ’৯০পিচ ফেনসিডিল, একই সময় কাকডাঙ্গার হাবিলদার আঃ খালেক ও নায়েক সুবেদার মিয়া হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার ভাদিয়ালী রাজ্জাকের মোড় থেকে রাত ৩টার দিকে ১৩লাখ’১০হাজার ৪শ টাকা মুল্যের ১৮হাজার ৭শ ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২৮হাজার টাকা মুল্যের ৪টি বাইসাইকেল পরিতাক্ত অবস্থায় উদ্ধার করে।

 

কলারোয়ায় জামায়াত-বিএনপি’র ৪ কর্মী গ্রেফতার
জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি’র ৪ কর্মীকে গ্রেফতার করেছে।

রোববার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আটকৃতরা হলো-উপজেলা নীলকন্ঠপুর গ্রামের নাজির সরদারের পুত্র বারীক সরদার (৩৮), পৌর সদরের মুরারিকাটি গ্রামের মৃত বিষে মোড়লের পুত্র সিরাজুল ইসলাম (৫০), দাড়কি গ্রামের ওয়াজেদের পুত্র মতিয়ার রহমান (৪২), ছলিমপুর গ্রামের সোবহান গাজীর পুত্র আঃ মজিদ (৪৬)।

আটককৃত ব্যক্তিরা ২০ দলীয় জোটের ডাকা অবরোধে নাশকতার আশংকায় আটক করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান।



মন্তব্য চালু নেই