সাতক্ষীরার কলারোয়ার কিছু খবর

কলারোয়ায় হোমিওপ্যাথিক’র জনক হ্যানিম্যান’র জন্ম বার্ষিকী উদযাপিত

কলারোয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিম্যান’র ২৬০তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের উদ্যোগে শুক্রবার দুপুরের দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা-সচিব আলহাজ্ব মোঃ ইউনুস আলী। কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা.আব্দুল বারিক, কলেজের শিক্ষক ডা.হাবিবুর রহমান, ডা.সাহিদুর রহমান সাঈদ, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, সাংবাদিক নেতা পলাশ চৌধুরী, রাশেদুল হাসান কামরুল, জুলফিকার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হোমিওপ্যাথিতে বিশেষ অবদানের জন্য কলারোয়া হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব ডা. আব্দুল জব্বার ও যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মুসাকালিমুল¬্যাহ মিলনকে সংবর্ধনা দেয়া ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহাজান কবির। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী কলারোয়া উপজেলা সদর প্রদক্ষিণ করে।

Satkhira-Moslem-Photoকলারোয়ায় সাংবাদিকের পিতার ইন্তেকাল
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোশাররফ হোসেনের পিতা মোসলেম উদ্দীন ঢালী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কলারোয়া উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মোসলেম উদ্দীন ঢালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাবেক বীজ ও উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

 

কলারোয়ায় গাঁজা সেবনের অভিযোগে যুবকের কারাদন্ড
সাতক্ষীরার কলারোয়ায় গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে কারাদন্ড প্রদাণ করেছেন ভ্রাম্যমান আদালত। সে উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মোসলেম গাজীর পুত্র নাঈম হোসেন মজনু (২২)। গাঁজা সেবনের অভিযোগে ওই যুবককে বৃহষ্পতিবার বিকেলে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক ও সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।



মন্তব্য চালু নেই