কলারোয়ায় হাতেখড়ি’র উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলারোয়ায় ১লা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চিত্রাংকন, আবৃত্তি, বিতর্ক শিক্ষন প্রতিষ্ঠান ‘হাতেখড়ি’র উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলারোয়া পাইলট হাইস্কুলে প্রতিযোাগিতা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইস্কুলের প্রধান শিক্ষক এমএ রব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দিক, কপাই সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, বীর মুক্তিযোদ্ধা এড.আলী আহম্মেদ, সমাজসেবক বিজি মাওলা, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক জুলফিকার আলী, এমএ সাজেদ প্রমুখ। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে যথাক্রমে ‘ক’ গ্রুপে রাফিয়াল, ঋদিকা ইসলাম, ইশা ও বিশেষ পুরষ্কার অনিকা তাওসিন, ‘খ’ গ্রুপে ইসতিয়াক আহমেদ রকিব, মীর শাহরিয়ার ও ফারিয়া সিদ্দিকী, এবং ‘গ’ গ্রুপে কাজী তিতলি, সামিয়া তাসনিন, ফারজানা তৌফিকা ও বিশেষ পুরষ্কার আশিকা সুলতানা। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাতেখড়ি’র পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী কাজী শাহীন উদ্দীন।



মন্তব্য চালু নেই