কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ছাত্রের দোয়া মাহফিল

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ওই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র সাব্বির হোসেন সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় তার আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে স্কুলটি।

বৃহষ্পতিবার দুপুরে স্কুল চত্বরে দোয়া অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাইস্কুলের এসএমসি সদস্য ও ইউপি সদস্য ওসমান গণি। স্কুলের সিনিয়র শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সভাপতি দীপক শেঠ ও মাস্টার আব্দুস সবুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ, ওসি (তদন্ত) আখতারুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, নির্বাহী সদস্য আ.রহমান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খাঁন চৌধুরী পলাশ, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক শিক্ষক শামছুর রহমান লাল্টু, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সদস্য নুরুল আমিন, স্থানীয় কেরালকাতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, প্রাক্তন ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, নিহত সাব্বিরের পিতা শহিদুল ইসলাম, স্কুলের সদস্য ডা.ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্যাহ শাহী, বদরুজ্জামান, প্রধান শিক্ষক এবাদুল হক, আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক ফজলুল করিম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, মদনপুর মাদরাসার সুপার মাহবুবুর রহমান, বেড়বাড়ি মাদরাসার সুপার শাহজাহান আলী, সিংগা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, হাইস্কুলের শিক্ষক মাওলানা আইয়ুব হোসেন, শিক্ষক আ.জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসের স্টাফ শেখ জাহিদ হাসান, শহীদুল ইসলাম, খলিলুর রহমান, আ. রশিদ, আ.লীগ নেতা ফারুক রহোসেন মন্টু প্রমুখ।

মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষক আ.সালাম। ইসলামী সংগীত পরিবেশন করেন ছাত্র ফয়সাল আহম্মেদ। দোয়া পরিচালনা করেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক লুৎফর রহমান। উল্লেখ্য, গত ৬ মার্চ সকাল ৮টার দিকে ওই স্কুলের ৬ষ্ট শ্রেণির ছাত্র সাব্বির হোসেন স্কুলে আসার পথে স্কুলের সামনের রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়।



মন্তব্য চালু নেই