কলারোয়ায় স্কুল ছাত্রকে মারপিট, এলাকাবাসীর রাস্তা অবরোধসহ স্কুল ঘেরাও

সাতক্ষীরার কলারোয়ায় শিশু নির্যাতনের ঘটনায় বিচারের দাবীতে এলাকাবাসী রাস্তা অবরোধসহ স্কুল ঘেরাও করেছে।
ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

জানা গেছে, হঠাৎগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন ও একই ক্লাসের ছাত্র রায়হান দুই বন্ধু মিলে স্কুলের সামনে খেলা করছিলো। এসময় ওই স্থান দিয়ে যাওয়ার সময় বাকসা গ্রামের সাবেক সেনা সদস্য মৃত.শুকুর আলীর ছেলে গোলাম রহমান তাদের দুজনকে দেখে ক্ষিপ্ত হয়ে তাড়া করে স্কুলে ঢুকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
এবিষয়ে আহত স্কুল ছাত্রদ্বয়ের পিতা ইয়াদুল ইসলাম ও শফিকুল ইসলাম জানান, এঘটনায় তারা স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামানের কাছে বিচার চেয়েছেন।

এদিকে স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বলেন ঘটনাটি তারা খতিয়ে দেখছেন।

অন্যদিকে দুই শিশুকে অমানুষিক ভাবে স্কুলে ভিতর ফেলে নির্যাতন করার ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে।

বুধবার সকালে এলাকাবাসী স্কুলে সামনে জড়ো হয়ে শিশু নির্যাতনে বিচারের দাবীতে রাস্তা অবরোধসহ স্কুলটি ঘেরাও করে।

অন্যদিকে বাকসা ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আ. হানান সাংবাদিকদের জানান, তিনি ঘটনাটি শুনে স্কুলে যান এবং প্রধান শিক্ষক বদরুজ্জামানের কাছে জানতে চান যে, একজন বহিরাগত লোক কিভাবে স্কুলে ঢুকে ছাত্রদের পিটিয়ে জখম করতে পারে। তিনি সাবেক সেনা সদস্য গোলাম রহমানের বিচার চান।



মন্তব্য চালু নেই