কলারোয়ায় সীমান্তে বিভিন্ন ভারতীয় মালামাল উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় কাকডাঙ্গা ও মাদরা সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৬লাখ ৮৬ হাজার টাকার ভারতীয় শাড়ি কাপড়, বাংলাদেশি সুপারি ও বাইসাইকেল পার্টস উদ্ধার করেছে।
বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করা হয়। কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার কামালউদ্দিন সাংবাদিকদের জানান, বিজিবি জোয়ানদের নেতৃত্বে গাড়াখালী ও ভাদিয়ালি এলাকায় একদল চোরাকারবারিদের তাড়া করে ভারতীর উন্নতমানের ১০৮পিচ শাড়ি, সাইকেলের পার্টস, স্টীল সামগ্রী উদ্ধার করে।
অপরদিকে, মাদরা বিজিবি’র হাবিলদার বাসারাতের নেতৃত্বে রাজপুর, মাদরা, সোনাবাড়ীয়া এলাকায় চোরাকারবারিদের তাড়া করে ভারতীয় ৭৫০ পিচ ডিম, ৪০৭ কেজি আলু ও বাংলাদেশি ৩৯৫কেজি সুপারি উদ্ধার করে। তবে উদ্ধারের সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
পৃথক অভিযানে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য ৬লাখ ৮৬হাজার টাকা।



মন্তব্য চালু নেই