কলারোয়ায় শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের নির্য্যান অতিথি মহোৎসব

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় হাজারো ভক্ত নিয়ে দুই দিন ব্যাপী শুরু হয়েছে ৩য়তম নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের নির্য্যান অতিথি মহোৎসব। এই উৎসবটি আনন্দ মুখর করতে সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ।

শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর কেড়াগাছি জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যপক কার্ত্তিক চন্দ্র মিত্রর তত্ববধায়নে ও শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর কেড়াগাছি জন্মভিটা আশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সন্দীপ রায়ের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলারোয়া সরকারী কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রবীন্দ্র নাথ দাস, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)আখতারুজ্জামান,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধেস্বর চক্রবর্তী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কেড়াগাছি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, আবারিত দাস বাবাজী, সহ-সভাপতি প্রাক্তন শিক্ষক নিরাঞ্জন কুমার পাল, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার পাল, বিশাখা তপন সাহা, রনজিৎ দত্ত, মধুসূদন মন্ডল, ছায়ারানী বসু, জগদিশ ঘোষ,রবিন দাস, বিশ্বনাথ পাল, গোপাল পাল,কাকলী বসু, প্রশান্ত ঘোষ, সুশান্ত ঘোষ, স্বপন চৌধুরী, শান্ত কুমার পাল, রমাকান্ত সরকার, গনেশ চন্দ্র গুপ্ত,তপন কুমার রায়,গনেশ চন্দ্র দে,গীতা রানী পাল, গোষ্ট চন্দ্র পাল, বাদল চন্দ্র পাল,জীবন ঘোষ, অমল কুমার রায়, তৃপ্তি রানী রায়, তাপস কুমার পাল, কেঁড়াগাছি শ্রী শ্রী হরিদাস ঠাকুর আশ্রম পরিচালনা পরিষদের সকল কর্মকর্তা-সদস্যও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই