কলারোয়ায় শিক্ষা উপকরণ ক্রয় ও উপবৃত্তি প্রদান

কামরুল হাসান, কলারোয়া : কলারোয়ায় আইসিডিপি ঋষি প্রকল্পের আওতায় ৪০জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ক্রয় ও পরীক্ষার ফিস বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কারিতাস খুলনা অঞ্চলের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অফিসের এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস কলারোয়ার সিডিও সুকুমার দাসের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ধর্ম পল্লীর ফাদার মেলেসিও, খুলনা কারিতাসের ভারপ্রাপ্ত প্রকল্প ইনচার্জ মিঃ আনন্দ দাস, পিআইসি সদস্য শিরিল মন্ডল। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কারিতাসের সিডিও প্রশান্ত দাস, দেবব্রত মন্ডল, অসীম মন্ডল, শিরীল মন্ডল প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা হতে মাধ্যমিক পর্যায়ের ৩০ জন ছাত্র-ছাত্রী ও এসএসসি/এইচএসসি পরীক্ষার্থীদের ১০ জন মোট ৪০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ ক্রয় ও পরীক্ষার ফিস বাবদ উপবৃত্তি প্রদান করেন অতিথিবৃন্দ।



মন্তব্য চালু নেই