কলারোয়ায় শান্তিপূর্ণভাবে জেএসসি’র ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় সুষ্ঠু শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে জেএসসি’র ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কলারোয়ার জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম। তিনি কলারোয়া জিকেএমকে পাইলট মডেল হাইস্কুল, কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ ও কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করে প্রতিটি হলের সার্বিক অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া ৪ টি জেএসসি ও একটি মাদরাসা কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারসহ একাধিক সরকারি কর্মকর্তা সতর্কতার সাথে দায়িত্ব পালন করছেন বলে আমাদের প্রতিনিধি কামরুল হাসানকে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ। সেই সাথে সকল কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও ওসি (তদন্ত) শেখ সফিকুর রহমান সহযোগি হিসাবে একাধিক অফিসার ও পুলিশ সদস্য নিয়োগ করেছেন। সবমিলিয়ে পরীক্ষার প্রথম দিন থেকে শেষ পরীক্ষা পর্যন্ত সবদিক দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন ৪টি কেন্দ্রের সচিবগণ। তবে এবারের পরীক্ষায় লক্ষণীয় বিষয় ছিলো যেটি সেটি হলো উপজেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা বেশি। যা কিনা উপজেলায় নারী শিক্ষা সফল হওয়ার ইঙ্গিত বহন করে।

 

কলারোয়া সীমান্তে ভারতীয় জিরা, মদ ও ট্যাবলেট উদ্ধার
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় জিরা, মদ ও ট্যাবলেট উদ্ধার করেছে। তবে উদ্ধারের কোনো ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। মাদরা বিজিবি’র কোম্পানি কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা বুধবার সকালে সীমান্তবর্তী কোমরপুর গ্রাম থেকে ভারতীয় ৩১৫ কেজি জিরা উদ্ধার করেন। উদ্ধারকৃত জিরার আনুমানিক মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা। অপরদিকে চান্দুড়িয়া বিওপি’র নায়েব সুবেদার আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রাম থেকে ভারতীয় ২০ বোতল পাঞ্চ মদ ও ১ হাজার পিস ‘ডাবল হর্স পাওয়ার’ ট্যাবলেট উদ্ধার করেন। এগুলোর আনুমানিক মূল্য ১ লাখ টাকা।



মন্তব্য চালু নেই