কলারোয়ায় রুগ্ন গরুর মাংস বিক্রির অভিযোগে বিক্রেতার কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়া বাজারে রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রয় করার অপরাধে মাংস বিক্রেতাকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় মাংস জব্দ করা হয়। দন্ডপ্রাপ্ত মোছাব্দি গাজী ওরফে জাহিদ গাজী (৪২) কলারোয়া তরকারি বাজারের মাংস ব্যবসায়ী।
বৃহষ্পতিবার দুপুরের দিকে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও উত্তম কুমার রায়।
জানা গেছে, রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে পুলিশ ওই ব্যবসায়ীকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাৎক্ষনিক ভাবে বসা ভ্রাম্যমাণ আদালতে নিয়ে গেলে আটক মোছাব্দি গাজীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করা হয়।
আদালত চলাকালে জব্দকৃত মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদলত পরিচালনাকারে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের বেঞ্চসহকারী এমএ মান্নান, থানার এএসআই ইকবাল মাহমুদ, সাংবাদিক জুলফিকার আলী প্রমুখ।



মন্তব্য চালু নেই