কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন বিষয়ক মতবিনিময় সভা

কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ পর্যালোচনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কলারোয়া থানার অফিসার্স রুমে ওই সভাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ওয়াল্ড ভিশন, সেফটিনেট প্রোজেক্টের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন কনক। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মাহবুবুর রহমান, এসআই মামুন, এএসআই ইমরান, এএসআই শহীদুল ইসলাম, ওয়াল্ড ভিশনের আসমা খাতুন প্রমুখ। সভাটি পরিচালনা করেন ওয়াল্ড ভিশনের প্রোজেক্ট কর্মকর্তা হাফিজুর রহমান।



মন্তব্য চালু নেই