কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে মাসিক অগ্রগতি সভা

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক অগ্রগতি সভা রোববার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় মানব পাচার প্রতিরোধে করণীয় নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার(সার্কেল) আনোয়ার হোসেন, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম। উপজেলা প্রশাসন আয়োজিত ও চাইল্ড সেফটি নেট প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সহযোগিতায় অনুষ্ঠিত এ অগ্রগতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি অনুপ কুমার তালুকদার। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার, শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পিুল হোসেন, পল্লি উন্নয়ন কর্মকর্তা আশরাফ হোসেন, বিজিবি প্রতিনিধিবৃন্দ, ইউপি চেযারম্যান ভুট্টোলাল গাইন, অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক গোলাম রহমান, সাংবাদিক ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোশারফ হোসেন, সাংবাদিক জুলফিকার আলী, জাকির হোসেন, সাজেদা নারী উন্নয়ন পরিষদের সভানেত্রী লতিফা আক্তার হেনা, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা হাফিজুর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, ফিরোজ জোয়াদ্দার প্রমুখ।



মন্তব্য চালু নেই