কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-’১২ এবং আমাদের করণীয় শির্ষক মতবিনিময় সভা

সাতক্ষীরার কলারোয়ায় এনজিও ওয়ার্ল্ড ভিশন, সাতক্ষীরা এরিয়া অফিসের আয়োজনে চাইল্ড সেফটি নেট প্রকল্প’র মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এবং আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কলারোয়া পৌরসভা সেমিনার কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।

সভায় অতিথিবৃন্দ বলেন, মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে বিচার প্রক্রিয়ায় অপরাধীদের শাস্তি দেওয়া কঠিন হয়ে পড়ে। দীর্ঘ সময়ের কারণে অপরাধীরা পার পেয়ে যাওয়ার নানা কৌশল অবলম্বন করে দায় থেকে মুক্ত হয়। সে কারণে ওই ধরণের অপরাধের ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালতের কোন নিয়ম থাকলে অপরাধীদের শাস্তি দেওয়া সহজ হতো। আর দ্রুত শাস্তি দেওয়া গেলে মানব পাচারের মতো জঘন্য কাজ থেকে অপরাধীরা বিরত থাকতো। মতবিনিময় সভায় উপস্থিত সকলে এ বিষয়ে একমত পোষণ কওে এমন আইন করার ক্ষেত্রে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশের খুলনা অঞ্চলের কো-অর্ডিনেটর এ্যাডভোকেসি এন্ড পার্টনারশীপ ইব্রাহীম হোসেনের স্বাগত বক্তব্যের পরে অনুষ্ঠানে উপজেলার ৩৪টি মাধ্যমিক স্কুল ও মাদরাসার প্রধানগণ অংশ গ্রহণ করে উল্লেখিত বিষয়ে শিক্ষকদের ভূমিকা কী সে বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ আয়ুব আলী, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহরুল ইসলাম, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রধান শিক্ষক ফজলুল করিম, প্রধান শিক্ষক উয়ায়েস আলি সিদ্দিকী বাবর, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, মাদরাসা সুপার মকবুল হোসেন, সুপার আব্দুস সাত্তার, সুপার আবু বক্কর, সুপার মোনায়েম প্রমূখ।

অনুষ্ঠানে মানবপাচার সংক্রান্ত আইন-কানুনের ব্যাখ্যা দেন এড. নাজমুন নাহার, এ সম্পর্কে আলোচনা করেন সংস্থার ট্রেনিং কো-অর্ডিনেটর সৈকত মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক অধ্যাপক কে,এম আনিছুর রহমান, জুলফিকার আলী, ফিরোজ জোয়ার্দ্দার, সংস্থার প্রজেক্ট অফিসার পৌল কুমার সরকার এবং তাকে সহযোগিতা করেন কলারোয়া প্রতিনিধি আছমা আকতার। মতবিনিময় সভার শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মানব পাচার সংক্রান্ত (ভিডিও) তথ্য চিত্র দেখানো হয়।



মন্তব্য চালু নেই