কলারোয়ায় মাছের পোনা অবমুক্ত করা হলো উন্মুক্ত জলাশয়ে

সাতক্ষীরার কলারোয়ায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার সকালে উপজেলার ১০টি জলাশয়ে ৬’শ ২৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

‘মৎস্য পোনা অবমুক্তকরণ র্কমসূচী-২০১৫’ উপলক্ষ্যে মুক্ত জলাশয়ে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য অফিসার বজলুর রহমান, ক্ষেত্রসহকারী আবুল কাশেম, মনিজ্জারুমান, সাংবাদিক জুলফিকার আলী, এবিএম ফিরোজ খান প্রমুখ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, উপজেলার মুরারীকাটি বিলে ১শ’৫০কেজি, বোয়ালিয়া মসজিদের পুকুরে ১৫কেজি, রুদ্রপুর বিলে ১শ’২৫কেজি, থানা পুকুরে ৩০কেজি, হাসপাতাল পুকুরে ৩০কেজি, উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি, ধানদিয়া আবাসন প্রকল্প পুকুরে ৬০কেজি, কেরালকাতা আবাসন প্রকল্পের পুকুরে ৬০কেজি, লাঙ্গলঝাড়া বিলে ১শ’১৩কেজি, হুলহুলিয়া বিলে ৬০কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই