কলারোয়ায় ভিক্ষুক মুক্তকরণে সভা

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় ভিক্ষুক মুক্ত করণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় কলারোয়া পৌরসভার আয়োজনে পৌর সভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আকতারুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেরা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর সচিব সাইফুল ইসলাম, পৌর ইঞ্জিনিয়ার ওয়াজিহুর রহমান, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, আলফাজ হোসেন, জাহাঙ্গীর হোসেন, ফারহানা হোসেন, লুৎফুন্নেছা লুতু, ঢাকা আহছানিয়া মিশনের বিপ্লব হোসেন ও বিপ্লব ঠাকুর,াঅগ্রগতি সংস্থার আনারুলইসলাম ও আবুল বাসার, সাজেদা নারী উন্নয়ন সংস্থার মিজানুর রহমান, ব্যুরো বাংলাদেশের বিক্রম সেন, সাংবাদিক এম এ সাজেদ প্রমুখ। উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪৯ জন ভিক্ষুককে সনাক্ত করা হয়। এদের মধ্যে ১৬ জনকে পূনর্বাসন করা হবে বলে সভায় জানানো হয়।



মন্তব্য চালু নেই