কলারোয়ায় বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট: সপ্তম গ্রাম রিক্রিয়েশন সেমিফাইনালে

সাতক্ষীরার কলারোয়ায় ৫ম বজলুর রহমান স্মৃতি নক আউট ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ৩য় খেলায় সাতক্ষীরার সপ্তমগ্রাম রিক্রিয়েশন ক্লাব জয়লাভ করেছে। মঙ্গলবার বিকেলে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত এ খেলায় সপ্তমগ্রাম রিক্রিয়েশন ক্লাব ৩-০ গোলে যশোরের শার্শা এ্যাথলেটিক্স ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে খেলার খেলার যোগ্যতা অর্জন করেছে।
এমআর ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের অর্থায়নে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও পাবলিক ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে টুর্ণামেন্টের এবার বসেছে ৫ম আসর।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে প্রথমার্ধে ৪০ মিনিটে সাতক্ষীরার সপ্তমগ্রাম রিক্রিয়েশন ক্লাবের ১৪ নং জার্সিধারী গোপাল গোল করে দলকে এগিয়ে নেন। পরে দ্বিতীয়ার্ধে একই দলের ১৫ নং জার্সিধারী অভিজ্ঞ খেলোয়ার অরুন ৭ নং জার্সিধারী জাহিদ আরও ২টি গোল করে দলের ৩-০ গোলে বিজয় সুনিশ্চিত করেন।
খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, মিয়া.ফারুক হোসেন স্বপন, মোশারফ হোসেন, রাশেদুল ইসলাম রাশেদ, রেজাউল করিম লাভলু, নিয়াজ আহম্মেদ খাঁন।
ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, মীর রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন, এবিএম সিদ্দিক।
বিপুল দর্শক সমাগমে খেলাটি অন্যদের মধ্যে উপভোগ করেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরী জাহিদ, ক্রীড়া সংগঠক আলহাজ্ব আ.রহিম বাবু, ডা. নাঈম ছিদ্দিক, শেখ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম আনিছুর রহমান, রমজান আলী, ক্রীড়া সংগঠক দিলীপ ঘোষ, কাজী আ.ওহাব, ইঞ্জিঃ আনিছুর রহমান, সহিদুল ইসলাম ডা.শামসুর রহমান, ডা.আবু তাহের, বিশিষ্ট গায়ক প্রভাষক ভোলানাথ মন্ডল প্রমুখ।
আগামি ২৬ অক্টোবর একই মাঠে ১ম রাউন্ডের শেষ খেলায় মুখোমুখি হবে ঝিকরগাছার বাকঁড়া কপোতাক্ষ ক্রীড়া চক্র ও তালার সেন্টমেরী স্পোটিং ক্লাব।



মন্তব্য চালু নেই