কলারোয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কয়েক শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদাণ করেন। প্রয়োজনীয় ঔষধ সামগ্রীও প্রদাণ করা হয় বিনামূল্যে। রক্তের গ্রুপিং পরীক্ষাও বিনামূল্যে করা হয় ওই আয়োজনে। ঈদ উপলক্ষ্যে উপজেলার চন্দনপুরে ফ্রেন্ডস সার্কেল ২০০৪ ওই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

ওই অঞ্চলের সাড়ে ৭’শ জন শিশু-নারী-পুরুষ ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন, সাড়ে ৫’শ জন ফ্রি রক্তের গ্রুপিং ও সাড়ে ৭’শ জনের মাঝে ফ্রি ঔষধ প্রদাণ করা হয়।

চন্দনপুর হাইস্কুল প্রাঙ্গনে বৃহষ্পতিবার দিনভর আয়োজিত ওই চিকিৎসা ক্যাম্পে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আসাদুজ্জামান, প্রভাষক ডা. ইসমাইল হোসেন, ডা. মমতাজ মজিদ, কলারোয়া হাসপাতালের ডা. আক্তারুজ্জামান, ডা. শফিকুল ইসলাম এবং ডা. মাহবুবুর রহমান সান্টু চিকিৎসা প্রদাণ করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, চন্দনপুর ইউনাইটেড কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব রুস্তম আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক রবিউল ইসলাম, কবি আব্দুল মান্নান, প্রধান শিক্ষক আনছার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠন চন্দনপুর হাইস্কুলের এসএসসি ২০০৪সালের পরীক্ষার্থীদের নিয়ে গঠিত ‘ফ্রেন্ডস সার্কেল ২০০৪’ এর সভাপতি রেজা আরিফ চঞ্চল, সাধারণ সম্পাদক জাহিদ মোর্তজা লিংকন, কর্মকর্তা ইসমাইল হোসেন, বায়েজিদ হোসেন, তৌহিদুজ্জামান, হুমায়ুন কবির, সজল হোসেন, সোয়েব হোসেন, কামরুজ্জামান সাগর, সোহরাব হোসেন, আব্দুল্লাহ আল মামুন, জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Medical Camp (1) Medical Camp (2)



মন্তব্য চালু নেই