কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সুন্দরবন ক্রিকেট একাডেমির জয়

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় সুন্দরবন ক্রিকেট একাডেমি অনুর্ধ্ব ১২-১৪ এবং কলারোয়া ক্রিকেট একাডেমি অনুর্ধ্ব ১২-১৪ এর মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ খেলায় টসে জিতে সুন্দরবন ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ সাদ ২৬ ও তুর্ষ ২৪ রান করে। কলারোয়া ক্রিকেট একাডেমি নিত্যনন্দ ৪ উইকেট লাভ করে। জবাবে কলারোয়া ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান করে ৮ রানে পরাজিত হয়। দলের পক্ষে ফাহিম ও জাহিদ ৪৬ ও ৩৮ রান করে। দিনের দ্বিতীয় খেলায় কলারোয়া ক্রিকেট একাডেমি অনুর্ধ্ব ১৪ টসে জিতে ফিল্ডিংয়ের সিন্ধান্ত নেয়। সুন্দরবন ক্রিকেট একাডেমি অনুর্ধ্ব ১৪ নির্ধারিত ১৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ রান করে ৩২ ও ৩০ শাহাজাহান ও সুজন। কলারোয়া ক্রিকেট একাডেমির রফি,আসাদ ও মেহেদী ৩টি করে উইকেট লাভ করে। জবাবে কলারোয়া ক্রিকেট একাডেমি ১১.০১ ওভারে উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে তমাল ও তামিম ৪০ ও ৩৫ রান করে কলারোয়া ক্রিকেট একাডেমি ৯ উইকেটে জয়লাভ করে। খেলা দুটি উপভোগ করেন উপজেলা ক্রীড়া ষংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী,সৌম্য,মোস্তফা, আলতাফ হোসেন,নাজমুল হাসনাঈন মিলন, রিমু,সাখিল,শুভ। খেলাটি দুটি পরিচালনা করেন জাহাঙ্গীর হোসেন,নাহিদ ও তামিম। স্কোরারের দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল যুবায়ের মাহি।



মন্তব্য চালু নেই