ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন-২০১৭

কলারোয়ায় প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ শুক্রবার সকাল ১টায় কলারোয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচন উপলক্ষে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দিন। কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত কর্মশালায় সভাতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন,সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা পারভীন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবর রহমান,জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামুেল হাসান,কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ, পুলিশ পরিদর্শক তদন্ত আখতারুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান,গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মাস্টার বদরুজ্জামান বিপ্লব প্রমুখ। কর্মশালায় কলারোয়া উপজেলার ৬৭টি কেন্দ্রের ৬৭জন প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। উল্লেখ্য-কলারোয়া পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে ৬৭টি ভোট কেন্দ্র, ভোটার-১,৮২,২২৯, পুরুষ ভোটার-৮৯,৭৯৬জন, মহিলা ভোটার-৯২,৪৩৩জন।



মন্তব্য চালু নেই