কলারোয়ায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় পূবালী ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্যাংকের ৪৪০তম শাখার উদ্বোধন করেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক আহমদ শফি চৌধুরী।
এর আগে ব্যাংক ভবনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে পূবালী ব্যাংকের খুলনাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পরিচালক আহমদ শফি চৌধুরী বলেন, ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত বাঙালিদের প্রথম ব্যাংক হিসেবে ইস্টার্ণ মার্কেন্টাইল ব্যাংকটিই বর্তমানে গণমানুষের ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সামাজিক দায়বদ্ধতা ও সমাজকে সেবা দেয়া-ই ব্যাংকটির উদ্দেশ্য।
‘ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি’ স্লোগানে প্রতিষ্ঠিত দেশের বৃহত্তম অনলাইন শাখা সম্বলিত পূবালী ব্যাংকের শাখা উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল হালিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, সাবেক সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম।

কলারোয়ায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
কলারোয়ায় পূবালী ব্যাংকের শাখা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের কলারোয়া শাখা ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনকন্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, শিক্ষাবিদ প্রফেসর নজরুল ইসলাম, অধ্যাপক এমএ ফারুক, ব্যবসায়ী নেতা আরাফাত হোসেন, ইকবাল জমাদ্দার ও জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার শেখ আবু শামীম।



মন্তব্য চালু নেই