কলারোয়ায় নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সাতক্ষীরার কলারোয়ায় মঙ্গলবার নানা আয়োজনে বর্ণিল সাজে পালিত হলো বাঙালির প্রানের উৎসব নববর্ষ ১৪২২ বঙ্গাব্দ। বাঙালির চিরন্তন এ উৎসবের দিন কলারোয়া উপজেলা প্রশাসন ও পাবলিক ইনস্টিটিউটের যৌথ আয়োজনে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রথম দিনটি সর্বত্রই ছিলো উৎসবের আমেজে ভরপুর।

সকালে প্রভাতী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের পর সকাল সাড়ে ৭টায় তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার ও থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমের নেতৃত্বে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা বের করে মঙ্গল শোভাযাত্রা। এরপর ফুটবল মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নজরকাড়া ডিসপ্লেতে সবাই ফিরে যায় অতীত স্মৃতিতে। যা বাঙালির চিরায়ত রূপকে ফুটিয়ে তোলে।

ডিসপ্লেতে বিচারকবৃন্দের রায়ে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দীন, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, অধ্যাপক এমএ কালাম, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সৈয়দ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, কলারোয়া পাইলট মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক সাজ্জাত হোসেন, রেহেনা পারভীন, হালিমা আকতার, সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব, আসাদুজ্জামান আসাদ ও শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সহ সভাপতি অধ্যাপক কে,এম আনিছুর রহমান, সাংবাদিক জুলফিকার আলি, এমএ সাজেদ, ফিরোজ জোয়ার্দ্দার, গোলাম রসুল, ডা: আসাদ, অধ্যাপক শান্ত কুমার পাল, অধ্যাপক তপন কুমার, অধ্যাপক শেখ জামিল হোসেন, এসএম গোলাম রব্বানী, শেখ শাহাজাহান আলী শাহিন, আব্দুল ওহাব মামুন, আবু বকর ছিদ্দীক, শফিকুল ইসলাম, মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, দেবাশীষ সরদার, জামিলা খানম, নাছরিন সুলতানা, আজারুল ইসলাম, রঞ্জন কুমার, উত্তম কুমার, অনুপ কুমার ঘোষ, রবিউল ইসলাম প্রমুখ।

এরপর পান্তা ভোজনের ব্যবস্থা করে পাবলিক ইনস্টিটিউট। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন পাবলিক ইনস্টিটিউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে বর্ণিল এ অনুষ্ঠানমালা উপভোগ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার ও থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম।

এ রিপোর্ট লেখার সময় ফুটবল মাঠে চলছে বিচিত্র সংগীতানুষ্ঠান, রয়েছে বাউল সংগীত। এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ভাবে দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে।



মন্তব্য চালু নেই