কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন : আসাদুজ্জামান সভাপতি, মুজিবুর সম্পাদক

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক ড. মোঃ আবুল হাছান স্বাক্ষরিত পত্রে (স্মারক নং- দুদক/বিকা/খুলনা/২০১৭/২৩২(২৩) পুনগর্ঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয। পত্রে উল্লেখ করা হয়, দুর্নীতি প্রতিরোধ কমিশন আইন-২০০৪ এর ১৭(ছ) ধারা অনুসারে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কমিশন কর্তৃক নি¤œবর্ণিত মনোনীত ব্যক্তিবর্গের সমণ¦য়ে ‘কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’ পুনর্গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১ বছর মেয়াদি ৯ সদস্যবিশিষ্ট এ পুনর্গঠিত কমিটির সভাপতি হয়েছেন প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান। সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমান ও মিসেস লতিফা আখতার। কমিটির সদস্যরা হলেন: শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, আজহারুল ইসলাম, জাহিদুর রহমান খান চৌধুরী, উৎপল কুমার সাহা, ও এএইচএম কামরুজ্জামান পলাশ। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া সরকারি প্রাইমারি স্কুলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত সভায় এই কমিটি পুনর্গঠনের চিঠি পাঠ করে শোনান পুনর্গঠিত কমিটির সভাপতি আখতার আসাদুজ্জামান চান্দু। সভায় পূর্ববর্তী কমিটির নিকট থেকে পুনর্গঠিত কমিটি দায়িত্বভার গ্রহণ করে। সভায় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই