ভ্রাম্যমাণ আদালত

কলারোয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ২বছরের কারাদন্ড

শরিফুল ইসলাম, সীমান্ত প্রতিনিধি (কলারোয়া, সাতক্ষীরা):
সাতক্ষীরার কলারোয়ায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ২বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে তাদেরকে আটকের পর এ কারাদন্ড দেয়া হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের সামনে থেকে মোটরসাইকেলের দুই আরোহীকে আটক করে বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার হুমায়ুন কবিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো- উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের আ.করিম গাজির ছেলে জাকির হোসেন (২২) ও উত্তর ভাদিয়ালী গ্রামের আকবর আলীর ছেলে রাশিদুল ইসলাম (২৪)। এসময় তাদের কাছ থেকে ৬০পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত বাজাজ ডিসকভার ১৩৫সিসি মোটরসাইকেলটি (সাতক্ষীরা- ল- ১১-৩৪৪৬)।
পরে সেখানে বসা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও উত্তম কুমার রায় আটকদের প্রত্যেককে ২বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



মন্তব্য চালু নেই