কলারোয়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরার কলারোয়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও উত্তম কুমার রায়।

এসময় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, উপজেলা এলজিইডি কর্মকর্তা আবেদুর রহমান।

এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, স.ম মোরশেদ আলী, এসএম শহিদুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, ডা. তাওহীদুর রহমান, প্রাণি সম্পদ অফিসার ডা. এএসএম আতিকুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ বিপুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোশাররফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা নির্বাচন অফিসার ফরাজী বেনজির আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, উপজেলা আনসার ভিডিপি অফিসার মাহবুবুর রহমান, উপজেলা হিসাব রক্ষন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা এসিস্ট্যান্ট প্রোগ্রামার শাহাদাৎ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক ইমদাদুল হক, সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক আব্দুর রহমান, আছিয়া খাতুন, সাংআদিক আতাউর রহমান, জুলফিকার আলী, এমএ সাজেদ, ইউএনও অফিসের বেনজির হোসেন প্রমুখ।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই