কলারোয়া (সাতক্ষীরা) কিছু খবর

কলারোয়ায় জামায়াত-বিএনপি’র ৩ নেতা আটক

কলারোয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি’র নেতাকর্মীসহ ৩ ব্যক্তি আটক করেছে।

শুক্রবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করে পুলিশ। আটকৃতরা হলো- উপজেলার বড় খোরদো গ্রামের রাজ আলীর পুত্র মহাসিন আলী দফাদার(৪৩), গণপ্রতিপুর  গ্রামের মৃত মনিরউদ্দিন এর পুত্র আব্সুদ ছাত্তার (৪০) ও মাদরা গ্রামের তমেজ সরকারের পুত্র হাসান সরকার (২৮)।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের জানান, আটককৃতরা ২০ দলীয় জোটের ডাকা অবরোধে নাশকতার আশংকায় আটক করা হয়েছে।

কলারোয়া গালর্স পাইলট স্কুলের এসএসসি পরিক্ষা-২০১৫ পরিচালনা কমিটি গঠন
শুক্রবার সকালে কলারোয়া গালর্স পাইলট হাই স্কুলের এসএসসি পরিক্ষা-২০১৫ এর পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এক আলোচনা সভায় পরিক্ষা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। সকলের সর্বসম্মিতিক্রমে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার সভাপতি, গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষিকা আবেদা খাতুন কেন্দ্র সচিব, লাঙ্গলঝাড়া কেএল হাই স্কুলের প্রধান শিক্ষক নরুল ইসলাম সহকেন্দ্র সচিব, কক্ষ অধীক্ষাক সফিউল আজম শেলী, সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, গালর্স পাইলট হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী, প্রধান শিক্ষক ঘোষ সাধন, রুহুল কুদ্দুস, অমলেন্দু কুমার, আমজাদ হোসেন, আবুল হাসান, আখতারুজ্জামান,রফিকুল ইসলাম ও আঃ রব।

শনিবার কলারোয়ায় মরহুম আঃ জব্বার শেখ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন
কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের সুনামধন্য ব্যক্তি মরহুম আঃ জব্বার শেখ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট/২০১৫ এর শুভ উদ্বোধন শনিবার সকাল ৯টায়। খেলাটি লাঙ্গলঝাড়া কেএল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, জেলা আ’লীগের সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী, সাতানী শহীদ স্মৃতি কলেজের অধ্যাপক আঃ রহিম। কেলাটির শুভউদ্বোধন ঘোষনা করবেন, কলারোয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান  জুলফিকার আলী, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ডাঃ রবিউল ইসলাম, লাঙ্গলঝাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, লাঙ্গলঝাড়া দাখিল মাদ্রাসার সুপার আবুল খায়ের। খেলাটির সার্বিক আয়োজনের রয়েছেন কেএল হাই স্কুলের প্রধান শিক্ষক মাস্টার নরুল ইসলাম ও পরিচালনায় রয়েছেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন ক্রিকেট একাদশ।



মন্তব্য চালু নেই