কলারোয়ায় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট’র প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

কামরুল হাসান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট’র উদ্যোগে রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে। সকাল ১০টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে ফ্রন্ট’র নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ স্মারকলিপি দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রন্ট’র আহ্বায়ক মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্ল¬াহ আমান, সদস্য সচিব সহকারী অধ্যাপক আবুল খায়ের, ফ্রন্ট নেতা অধ্যক্ষ এসএম সহিদুল আলম, অধ্যক্ষ আবু বকর সিদ্দীক, অধ্যক্ষ ফারুক হোসেন, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মঞ্জুয়ারা খাতুন, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক সাংবাদিক কে,এম আনিছুর রহমান, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক আজমল হোসেন, প্রধান শিক্ষক ফজলুল করিম, প্রধান শিক্ষক ইবাদুল হক, এসএম আব্দুর রহিম, প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফি, প্রধান শিক্ষক মুনসুর আলী, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মনিরুজ্জামান, প্রভাষক বিএম সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী ও শামছুর রহমান লাল্টু প্রমুখ।
উল্লেখ্য, বে-সরকারি স্কুল কলেজ ও মাদরাসা শিক্ষক-কর্মচারীবৃন্দের জাতীয় পে স্কেলের অন্তর্ভূক্ত করা হলেও বাস্তবায়নে বিলম্বিত হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই